Webp, PNG or JPEG: ওয়েবসাইটের জন্য কোন ফরম্যাট পারফেক্ট?

November 21, 2025

Webp, PNG or JPEG: ওয়েবসাইটের জন্য কোন ফরম্যাট পারফেক্ট?

ভাবুন তো, ওয়েবসাইট তৈরি করলেন —ডিজাইন একদম দারুণ, কনটেন্টও জমজমাট। কিন্তু একটা সমস্যা… সাইট লোড হতে এক যুগের বেশি সময় লেগে যাচ্ছে! কারণ কি হতে পারে? ইমেজ? হতেও পারে!

ওয়েবসাইট মানেই অনেক ইমেজ। ইমেজ ছাড়া ওয়েবসাইট মানে তো একদম নির্জীব। কিন্তু এই ইমেজ আবার অনেক সময় সাইটের জন্য হয়ে ওঠে মাথাব্যথার কারণ। কারণ, ভুল ফরম্যাটে ইমেজ রাখলে সাইট লোড হতে অনেক সময় নেয়, ভিজিটর বিরক্ত হয়ে চলে যায়, আর গুগলও SEO র‌্যাঙ্কিং কমিয়ে দেয়।

এখন প্রশ্ন আসে—ওয়ার্ডপ্রেসের জন্য কোন ইমেজ ফরম্যাট আসলে পারফেক্ট? সাধারণত তিনটা ফরম্যাট বেশি ইউজ হয়—ওয়েবপি (WebP), পিএনজি (PNG), আর জেপিইজি (JPEG)।

ওয়েবপি (WebP)

এটি তৈরি করেছে গুগল, আর এটা এখনকার মডার্ন ওয়েবে সাইটের জন্য সবচেয়ে বেশি উপকারী। ওয়েবপি দিয়ে ইমেজ তৈরি করলে কোয়ালিটি একেবারে ধরে রেখে ফাইল সাইজ অনেক ছোট করা যায়। এর মধ্যে আছে দুই ধরনের কম্প্রেশন—লসলেস (মানে কোয়ালিটি একেবারে নষ্ট হয় না) আর লসি (মানে সামান্য ডেটা কেটে দিয়ে সাইজ ছোট করা হয়)।

সবচেয়ে মজার ব্যাপার হলো, ওয়েবপি দিয়ে GIF-এর বিকল্প হিসেবে মোশন ইমেজও বানানো যায়। সব মডার্ন ব্রাউজার—ক্রোম, ফায়ারফক্স, সাফারি, এজ—সবই ওয়েবপি সাপোর্ট করে। ওয়ার্ডপ্রেস 5.8 থেকে এটা অফিশিয়ালি চালু হয়েছে, তাই আলাদা প্লাগইনের দরকার নেই। তবে পুরনো কিছু ব্রাউজারে ঝামেলা করতে পারে, সেই ক্ষেত্রে ইমেজ অপ্টিমাইজেশন প্লাগইন JPEG বা PNG fallback ব্যবহার করা যেতে পারে।

পিএনজি (PNG)
PNG হলো শার্পনেস আর ট্রান্সপারেন্সির একটা ফরম্যাট। ওয়েবসাইটের লোগো, আইকন, টেক্সট বা গ্রাফিক্স—যেখানে ব্যাকগ্রাউন্ড ছাড়াই ছবি দরকার, সেখানে PNG এককথায় পারফেক্ট। এর সবচেয়ে বড় সুবিধা হলো লসলেস কম্প্রেশন—মানে ছবি কমপ্রেস করলেও কোয়ালিটি একটুও কমে না।

কিন্তু একটা প্রবলেম আছে—যদি কালার-হেভি ছবি বা ফটোগ্রাফি PNG ফরম্যাটে রাখেন, তাহলে ফাইল সাইজ অনেক বড় হয়ে যাবে। ফলে সাইট একদম স্লো হয়ে যাবে। তাই PNG বেছে নিতে হবে কেবল তখনই, যখন ট্রান্সপারেন্সি ইমেজ দরকার।

জেপিইজি (JPEG)
এটা হলো ফটোগ্রাফির কিং। ১৯৮৬ সাল থেকে চলে আসছে, কিন্তু এখনো সবচেয়ে বেশি ইউজড ফরম্যাট। যেকোনো কালার সাপোর্ট করে বলে ইমেজগুলো হয় রিয়েলিস্টিক, কালারফুল আর ভাইব্রেন্ট। ফটোগ্রাফি বা অনেক কালারওয়ালা জটিল ইমেজের জন্য JPEG এখনো বেস্ট অপশন।

তবে JPEG-এর একটা মাইনাস অপশন হলো—এটা লসি কম্প্রেশন ইউজ করে। মানে ফাইল সাইজ ছোট করতে গেলে কিছু কোয়ালিটি লস হয়। যদিও সাধারণ ফটোগ্রাফিতে সেটা বোঝা যায় না, কিন্তু টেক্সট বা শার্প লাইনওয়ালা ছবিতে বেশ চোখে পড়ে। আরেকটা বিষয় হলো, JPEG-এ ট্রান্সপারেন্সি সাপোর্ট নেই।

ফাইল সাইজ তুলনা করলে
ওয়েবপি সাধারণত PNG থেকে প্রায় ২৬% ছোট।
ওয়েবপি JPEG থেকে গড়ে ২৫–৩৪% ছোট।
মানে, ওয়েবপি ইউজ করলে সাইট অনেক ফাস্ট লোড হবে আর SEO তেও পজিটিভ প্রভাব ফেলবে।

কোয়ালিটি দিক থেকে
ফটোগ্রাফি বা রঙিন ইমেজ = JPEG বেস্ট।
লোগো, আইকন, টেক্সট বা ট্রান্সপারেন্ট ইমেজ = PNG বেস্ট।
স্পিড + পারফর্মেন্স + SEO = WebP বেস্ট।

সারসংক্ষেপ:
রঙিন ছবি → JPEG
ট্রান্সপারেন্সি দরকার → PNG
অলরাউন্ডার → WebP

From my experience, the WebP format is the best for websites. If you need any kind of help with your website, please feel free to inbox me without any hesitation.

Picture of osman

OSMAN GONI SAGOR

Web Designer And Developer
I design and redesign professional WordPress websites with 24/7 support — client satisfaction is my priority

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *